ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ-ধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু ।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্র্মকর্তা ফারজানা ইয়াসমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সাদেক, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য কেএম জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, ছাত্রলীগ নেতা রাজু সরকার প্রমূখ।
শেষে মহিলা বিষয়ক অধিপ্তরের উদ্যোগে অসহায় দুঃস্থ মহিলাদের মাছে সেলাই মেশিন বিতরণ করা হয়।