গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলার মালঞ্চ গ্রামে এনামুল হকের স্ত্রী মেরিনা বেগম(২৫) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বুত্তরা। পুলিশ বৃহস্পতিবার সকাল ১১টায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস জানান,ঘটনার রাতে মেরিনা বাড়িতে একা ছিলেন। এই সুযোগে রাতের আধারে কোন এক সময় দুর্বুত্তরা ঘরে ঢুকে তাকে জবাই করে হত্য করে পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, এনামুল হকের দুই স্ত্রী অলেকা ও মেরিনা। দুই সতীনের মধ্যে দ্বন্দের কারণে তারা দুইটি পৃথক বাড়িতে বসবাস করেন। ধারণা করা হচ্ছে, স্বামী ও সতীনের ভাড়াটে লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে। মেরিনার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহৃ রয়েছে। তার স্বামী ও সতিনসহ অন্যান্যরা মিলে তাকে হত্যা করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা