ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::

আসন্ন ঈদে শহরকে যানজট মুক্ত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের দুু’পাশে ফুটপাতে বসানো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার দুুপুুরে শহরের থানা মোড়ে এই অভিযান শুরু করা হয়। এসময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধ-শতাধিক অবৈধ দোকান-পাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার প্রমুখ। অতিরিক্ত ডিআইজি জাকারিয়া
ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য এই অভিযান অব্যহত থাকবে। এছাড়াও অবৈধ বালু বহন কারি ড্রামট্রাক নিয়ম বহিরভূত চলাচলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here