ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি ::
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলা মিয়া(৫০) নামের এক আটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাপমারা ইউপির সিন্টাজুরি এলাকা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলা মিয়া একই ইউনিয়নের তরফ কামাল গ্রামের নবানু মিয়ার পুত্র।
স্থানীয়দের ধারণা দুবৃর্ত্তরা তার গলায় ধারালো অস্ত্রের আঘাত করলে তার গলা কেটে গুরুতর আহত হয়ে দুলা মিয়া মারা যায়। পরে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ ও জমির মধ্যে থেকে তার ব্যাটারী চালিত অটোরিক্সাটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন এই হত্যাকান্ডটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তার কাছে থাকা টাকা মোবাইল ফোন কোন কিছুই খোয়া যায়নি। এমনকি তার ব্যাটারী চালিত অটোরিক্সাটিও রাস্তার পাশ্বে থেকে উদ্ধার করা হয়েছে। তাই ডাকাতি বা ছিনতাইয়ের উদ্যেশ্য হরে এসব খোয়া যাওয়ার সম্ভাবনা থাকতো। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।