গোপালগঞ্জের রঘুনাথপুর চরপাড়া গ্রাম থেকে বিপুল পরিমান নিষিদ্ধ ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। স্বামী স্ত্রী আটক।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে গোয়েন্দা পুলিশের এস,আই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া গ্রামে সিরাজ সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে ৫৮৮ বোতল ফেনসিডিল ও ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার না হলেও বাড়ীর মালিক সিরাজ সিকদার (৪৫) ও তার স্ত্রী হাসি বেগম (৩৪) কে আটক করে জিজ্ঞসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ঐ ফেনসিডিল ও হেরোইন বাটুল ও ভুলুর তারা জোর করে আমাদের বাড়ীতে রেখে গেছে। গোয়েন্দা পুলিশের ওসি আজিজুল ইসলাম জানান, এঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও হাসি বেগম, বাটুল ও ভুলু কে আসামী করে মাদক দ্রব্য আইনে মামলা করা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এম হাসানুজ্জামান/গোপালগঞ্জ