গোপালগঞ্জ শহরের পৌর এলাকার বেদগ্রামের (ফরিঙ্গাবাড়ী) একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ফেনসিডিল তৈরীর কারখানর সন্ধান লাভ। দীর্ঘ ৫ ঘন্টা তলস্নাশি করে তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও ইয়াবা, হিরোইন, ফেনসিডিল, পিসত্মল ও নদগ টাকাসহ মাদক দ্রব্য উদ্ধার করছে গোয়েন্দা পুলিশ।

সরজমিনে গিয়ে দেখা গেছে, গোপালগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ বেদ্রগামের মৃত যতিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ভুলু বিশ্বাসের (২৫) বাড়িতে গোয়েন্দা পুলিশ হানা দিয়ে মাটির নিচে ভেজাল ফেনসিডিল তৈরীর কারখানার সন্ধান পায়। সেখান থেকে উদ্ধার হয় ২০ বস্থা খালি ফেন্সিডিলের বোতল, ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট,  ৪ টোপলা হেরোইন, ভেজাল ফেনসিডিল তৈরীর  ২৫২ পিস ভারতীয় (চবহঃরফং) ট্যাবলেট, নদগ ২৮ হাজার টাকা, কারখানায় তেরি ৬৪ বোতল  ফেনসিডিল ও একটি খেলনা পিসত্মল উদ্ধার করে।

তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনুজ্জামান, গোয়েন্দা পুলিশের ওসি আজিজুল রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনাস্থলে আসেন এবং আশপাশের ঘরে ও পুকুর (খানা খন্দ) তল্লাশী চালানোর নির্দেশ দেন। পরে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারম্নন। তিনি পুলিশকে ঘরের ভিতরের মাটি খুড়ে তল্লাশী চালানোর নির্দেশ দেন। এবং পাড়া প্রতিবেশিকে সজাগ থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তার আনুরোধ করেন। তিনি আরো বলেন, আপনাদের কোন ভয় নেই আইন সবসবময় আপনাদের পাশে থাকবে।

গোয়েন্দা পুলিশের ওসি আজিজুল ইসলাম জানান, শনিবার বেলা ১১ টায় ডিবি পুলিশের এস আই মোয়াজ্জেম হোসেন, সাহাদৎ হোসেনের, জাকির হোসেন ও মেজবা হোসেনসহ আমাদের একটি স্পেশাল টিম এ এলাকায় অভিযান চালিয়ে নকল ফেনসিডিল তৈরীর কারখানার সন্ধান ও মাদক দ্রব্য উদ্ধার করে। তিনি আরো জানান এখান থেকে যে ট্যাবলেট উদ্ধার করা হয়েছে তার একটি ট্যাবলেট থেকে ২০ বোতল ফেনসিডিল তৈরী হয়। বিকেল সাড়ে ৪ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রে মোহাম্মদ আবুল খায়ের ঘটনাস্থলে জান।

তিনি জানান, এই বাড়ির প্রকৃত মালিকের অনুপস্থিতির কারনে এ বসতঘর সীলগালা করে তার কোন নিকটতম আত্মীয় অথবা নির্ভরযোগ্য কোন প্রতিবেশির কাছে ঘরের দায়িত্ব বুঝে দেয়া হবে। গোপালগঞ্জে এই প্রথম এতবড় একটি ভেজাল ফেনসিডিল তৈরীর কারখানার সন্ধান লাভে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মহিলা ও পুরুষ জানান, সবকিছু আমাদের চোখের সামনে হলেও মাদক সম্রাটদের ভয়ে আমরা মুখ খুলতে সাহস পাইনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এম হাসানুজ্জামান/গোপালগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here