গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক ট্রাক-মাইক্রোবাস ও নছিমনের সংঘর্ষ, ট্রাক চালকসহ আহত কমপড়্গে ১০। দুই ঘন্টা মহাসড়কে যান চলা-চল বন্ধ, ঢাকা-খুলনা গামী যাত্রীরা চরম ভোগান্তিতে। ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা থেকে পলস্নীবিদ্যুৎ এর বৈদ্যুতিক খুটি বোঝাই বেপরোয়া একটি ট্রাক বৈদ্যুতিক খুটি ভর্তি অপর একটি ট্রাককে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আশা মাইক্রবাস ও একটি নছিমনকে যায়গা দিতে গেলে মাইক্রোবাসটি পাশ কাটিয়ে চলে যেতে পারলেও নছিমনের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয় ও পাশের চলমান ট্রাকের বাম্পারের সাথে ধাক্কা লেগে ট্রাক দুটি ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে রাসত্মার উপর উল্টে পড়ে। এ ঘটনায় মারাত্মক আহত (খুলনা মেট্রো-ট-১১-০০১১) ট্রাকের ড্রাইভার কামরম্নল (৩০), (যশোর মেট্রো-ট-০২-০৪৫২) হেলপার ইদ্রিস (২০), নছিমন যাত্রী মঞ্জু মালাকার (৩২), মরা মন্ডল (৬৫), অনিমা মন্ডল (৫৫) কে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ দিকে মহাসড়কে পড়ে থাকা ট্রাক ও বৈদ্যুতীক খুটির কারনে ঢাকা-খুলনা গামী সকল ধরণের যান চলা-চল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগানিত্মতে পড়েছে যাত্রী সাধারণ। এ রিপোর্ট লেখা পর্যনত্ম মহাসড়কে যান চলা-চল স্বাভাবিক হয়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এম হাসানুজ্জামান/গোপালগঞ্জ