মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি ::
গোপালগঞ্জে দেড়শ পিস ইয়াবাসহ কৌশিক হীরা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ। শনিবার (২২জুলাই) বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বারইকান্দি ঢুটামান্দ্রা গ্রামের মৃত হারান হীরার ছেলে।
ওই এলাকার প্রফুল্ল হীরার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর ইয়াবা বিক্রির সময় সে ডিবির জালে ধরা পড়ে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী এর নেতৃত্বে ডিবি পুলিশের বিশেষ অভিযানে কৌশিক হীরাকে আটক করা হয়েছে।
ডিবি অফিসার মুঈদ চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫০ পিস ইয়াবা সহ কৌশিক হীরাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত কৌশিক হীরা গোপালগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here