
সঞ্জিব দাস , গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি ::
সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এবার গৃহহীনমুক্ত হতে যাচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যুক্ত হয়ে ১২৭টি ঘর হস্তান্তর করে উপজেলা শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। ইতিমধ্যে উপজেলায় এক হাজার ৩৭৭টি গৃহহীন পরিবারকে ঘরের সনদ ও দলিল হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি উপজেলা যৌথ কমিটির সভায় নদীভাঙন, বিভিন্ন দুর্যোগ বা অন্য কোনো কারণে নতুন কোনো গৃহহীন তৈরি না হলে মোট এক হাজার ৪০৪ জনকে পুনর্বাসন করার মধ্য দিয়ে উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে উপজেলায় দুই শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে প্রান্তিক গৃহহীন পরিবারকে ঘর নির্মাণের মাধ্যমে বরাদ্দ দেওয়া করা হচ্ছে। আশ্রয়ণের বাসিন্দাদের সুপেয় খাবার পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে ঘর নির্মাণ ও পরিকল্পনা সংক্রান্ত ম্যানুয়াল অনুসারে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে নতুন নির্মাণ করা সারি সারি দাঁড়িয়ে থাকা আধাপাকা ঘরগুলোতে রঙ লাগানোর কাজ চলছে।
ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা ও স্কাউট-সদস্যসহ স্থানীয় মানুষদের মাধ্যমে যাচাই করে সুবিধাভোগী ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন আমরা উপকারভোগীদের ঘরের চাবি হস্তান্তর করবো।
সারাদেশে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আধা পাকা ঘর দিচ্ছে সরকার। সব মিলিয়ে মুজিব বর্ষে চারটি পর্যায়ে মোট দুই লাখ সাত হাজার ২৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিচ্ছে সরকার।