রাজধানীর গুলিস্তানে বাটার শো-রুম ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ভবনের তিনটি তলায় রাখা সব জুতা পুড়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বাটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার ব্রিগেডের ১০টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাবার, কাপড় ও চামড়ার পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায়।

তিনি বলেন, আগুনে প্রথম ও দ্বিতীয় তলার বাটার শো-রুম এবং তৃতীয় তলায় গুদামে রাখা সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে।

বাটার কর্মচারীরা জানান, রাত ১টার দিকে শো-রুমের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার ব্রিগেডের মহাপরিচালক আবু নাঈম মো. শহিদুল্লাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, তাৎক্ষণিকভাবে আগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। এটা নাশকতামূলক কাজ কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন সম্ভব হয়নি। তবে তিন তলা ভবনটিতে প্রায় চার কোটি টাকার জুতা ছিল বলে বাটা কর্তৃপক্ষ জানিয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৭ কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইউনাটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here