গুম, হত্যা, মিথ্যা মামলা ও সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
সকাল সাড়ে ১১টায় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সমাবেশ করে। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম মহাসচিব মো. নুরুল ইসলাম খানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা শ্রমিক দল। এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল