ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা ও দেশজুড়ে গুপ্তহত্যার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্ব্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গির বিশ্বাস, বিএনপি নেতা সইফুল ইসলাম সহ বিএনপির নেতা-কর্মীরা মিছিলে অংশ গ্রহণ করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রামিজ আহসান/মেহেরপুর