আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: মুজিববর্ষ উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি জোন ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের কলেজিয়েট মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ বইমেলা উদ্বোধন করেন,২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।
এসময় গুইমারা জোন কমান্ডার লে. কর্ণেল কাজী মো. কাউসার জাহান, গুইমারা রিজিয়নের সাব জোন কমান্ডার মেজর জোনায়েদ বিন কবির,গুইমারা ইউএনও তুষার আহমেদ,গুইমারা উপজেলা চেয়াম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা ইউপি চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আগত অতিথিরা বই মেলার ১৫ টি স্টল ঘুরে দেখেন।