বরিশাল নগরীতে গুঁড়ো দুধপান করে বুধবার সন্ধ্যায় একই পরিবারের ৩ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অসুস্থ শান্তা (১৫), সাথী (১২) ও মুনিয়া (১০) নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার রিকশাচালক মনু মিয়ার মেয়ে। মনু মিয়ার বড় ভাই মোস্তফা জানান, মনু বুধবার সন্ধ্যায় কাউনিয়া হাউজিং এলাকার আল-আমিনের দোকান থেকে এক প্যাকেট ‘ফ্রেশ’ গুঁড়ো দুধ কিনে আনেন। পরে রাতে তার ৩ মেয়ে সেই দুধ গরম পানিতে গুলিয়ে পান করে।

এর কিছুক্ষণের মধ্যে তারা ৩ বোনই অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আলম জানান, দুধ পুরনো হলে এ রকম ঘটনা ঘটতে পারে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here