বিশ্ব গাড়ি চালানোর সময় যে ৭টি কাজ করবেন নাইউনাইটেড নিউজ ডেস্ক :: চালকের ভুলেই অধিকাংশ সময় গাড়ি দুর্ঘটনা ঘটে৷ উদ্বেগের কথা হচ্ছে, গাড়ি চালানোর সময় অন্য কাজের প্রবণতা চালকদের মধ্যে বাড়ছে৷ এই ছবিঘরে থাকছে সাতটি কাজের কথা, যা গাড়ি চালানোর সময় করা উচিত নয়৷

সবচেয়ে বড় বিপত্তি: গাড়ি চালানোর সময় কোন কাজ সবচেয়ে বড় বিপত্তি সৃষ্টি করতে পারে, সেটা একটু ভাবলে আপনি নিজেই বুঝবেন৷ হ্যাঁ, মুঠোফোন৷ স্ট্যাটিসটা-র জরিপে অংশ নেয়া চালকদের মধ্যে প্রতি চারজনের একজন স্বীকার করেছেন, গাড়ি চালানোর সময় অন্তত একবার হলেও ফোনে কথা বলেন তারা৷ মার্কিন যুক্তরাষ্ট্র ২১ শতাংশ গাড়ি দুর্ঘটনার কারণ হচ্ছে ফোনে কথা বলা৷

গাড়ি চালানোর সময় বার্তা পাঠানো: গাড়ি চালানোর সময়ই অন্তত ৪৫ শতাংশ চালক মুঠোফোনে খুদেবার্তা বা এসএমএস পড়েন৷ ৩৭ শতাংশ আবার বার্তা লেখেনও৷ অবস্থা এমন হয়েছে, যে নিউ ইয়র্কের রাস্তায় ২৯৮ রকমের রোড সাইন যোগ করা হয়েছে এই চর্চা বন্ধে৷

ট্যাবলেটে সময় অপচয় : যানজটে আটকে থাকাটা বিরক্তিকর বটে৷ আর বিরক্তি কাটাতে অনেকে তাই সেই সময়টায় ট্যাবলেটে কিছু দেখেন৷ সমস্যা হচ্ছে, ১২ শতাংশ চালক গাড়ি চালানোর সময়ও এই কাজটা করেন, জানিয়েছে স্ট্যাটিসটা৷

গাড়িতে রূপচর্চা : অফিসের যাওয়ার তাড়ার কারণে অনেক নারী বাড়িতে রূপচর্চার কাজটা শেষ করতে পারেন না৷ তাই গাড়ি চালাতে চালাতেই চোখের উপরে ‘মাসকারা’ কিংবা ঠৌঁটে ‘লিপ গ্লস’ লাগাতে দেখা যায় অনেক চালককে৷ স্ট্যাটিসটার হিসেবে, ২৭ শতাংশ নারী চালকের এই প্রবণতা রয়েছে৷ এমনকি কোন কোন পুরুষ নাকি গাড়ি চালাতে চালাতে শেভও করেন!

চালকের টুইট : গাড়ি চালাতে চালাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট করাটাও ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে৷ স্ট্যাটিসটা-র হিসেবে ২৪ শতাংশ চালক গাড়ি চালানোর সময় অন্তত একবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন৷ এদের মধ্যে ১১ শতাংশ নিয়মিতই সেটা করেন৷ বড় উদ্বেগের কথা৷

সেলফি তোলা : গাড়িতে তোলা সেলফি মাঝেমাঝেই দেখা যায় ফেসবুক, টুইটারে৷ ফোর্ড মোটর কোম্পানির পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে সবচেয়ে বেশি চালক গাড়ি চালানোর সময় সেলফি তোলেন৷ সেদেশের ৩৩ শতাংশ চালকের এই অভ্যাস রয়েছে৷ জার্মানি এবং ফ্রান্সের ক্ষেত্রে সংখ্যাটা ২৮ শতাংশ৷ ইংরেজিতে #ড্রাইভিংসেলফি হ্যাশট্যাগটিও বেশ জনপ্রিয়৷

গাড়িতে বই পড়া : স্ট্যাটিসটা-র জরিপে অংশ নেয়া চালকদের প্রতি পাঁচজনের একজনের গাড়ি চালানোর সময় বই পড়ার অভ্যাস রয়েছে৷ তবে এসময় ভিডিও দেখার হার অনেক কম৷ বলাবাহুল্য, জরিপের এসব ফলাফল উদ্বেগজনক৷ কেননা গাড়ি চালানোর সময় এসব কাজ বড় দুর্ঘটনা ঘটাতে পারে৷ তাই সতর্ক হোন৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here