লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পলাতক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ-আল সেনুসিকে আটক করা হয়েছে বলে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার (এনটিসি) জানিয়েছে।

এনটিসি জানায়, সম্পর্কে গাদ্দাফির ভগ্নিপতি ৬২ বছর বয়সী আব্দুল্লাহ-আল সেনুসিকে দক্ষিণের আল ঘৌরি এলাকার সাবহা শহরে তার বোনের বাসা থেকে রোববার গ্রেপ্তার করা হয়েছে।

সেনুসির গ্রেপ্তারের খবর জানাতে বেনগাজিতে সামরিক দপ্তরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সন্ত্রাসী-নরঘাতক আব্দুল্লাহ-আল সেনুসিকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে সেখানে সামরিক বাহিনীর শতাধিক কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হয়। এতে অংশ নেন লিবিয়ার প্রতিরক্ষামন্ত্রী জালাল-আল দিহালি। তারা এই গেপ্তারকে বিশেষ ‘জয়’ বলে উল্লেখ করেন।

এছাড়া দেশটির রেভ্যুলেশনরি কাউন্সিলের (তাওর কাউন্সিল) বেশ কয়েকজন সদস্য সেনুসির গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।

গাদ্দাফির প্রশাসনে থাকা সেনুসিই সর্বশেষ ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি গ্রেপ্তার হলেন। এর আগে শনিবার প্রতিবেশী নাইজারে পালিয়ে যাওয়ার সময় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে নিজস্ব কয়েকজন দেহরক্ষীসহ আটক করা হয়।

সাইফ এবং সেনুসির বিরুদ্ধে চলতি বছরের ২৭ জুন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

চলতি বছরের শুরুর দিকে লিবিয়ায় গাদ্দাফির শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ওই আন্দোলন দমনে চালানো গাদ্দাফি সরকারের অভিযানে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে।

ওই দমন-পীড়নের সাথে জড়িত থাকার অভিযোগে আইসিসি সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

১৯৯৬ সালে আবু সালিম কারাগারে এক হাজারেরও বেশি বন্দি হত্যায় সেনুসি জড়িত বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ফ্রান্সের ইউটিএ বিমানে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যার দায়ে ১৯৯৯ সালে প্যারিসের একটি আদালত সেনুসিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here