গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্প এলাকায় আগুন লেগে ৫টি ঝুটের গুদাম পুড়ে গেছে। এতে বিপুল পরিমান ঝুট পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সাভির্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে প্রথমে ঝুট ব্যবসায়ী হামিম খানের গুদামে আগুন লাগে। পরে আগুন আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, মো. হাসান ও চীনের ব্যবসায়ী মিঃ ডংয়ের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে আটটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ঝুট ব্যবসায়ী মো. কামরুজ্জামান বলেন, আগুনে আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকার ঝুট পুড়ে গেছে। হামিম খানের গুদামে এক কোটি টাকার মালামাল মজুদ ছিল। তাছাড়া চীনা মালিকের গুদাম থেকে বৃহস্পতিবার শিপমেন্টের কথা ছিল। এ জন্যে কাভার্ড ভ্যানে মাল উঠানোর কাজ চলছিল। আগুনে তিনটি বেল্ট মেশিন সহ ৫টি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর