ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর পৌরসভার সিএন্ডবি বাজার এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় ৩০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

আহতরা হলেন- রোজিনা, আলেয়া, হালিমা, আসমা, কল্পনা, মিনা ,হাজেরা,জাহানারা, সাঈদ। বাকিদের পরিচয় জানা যায়নি। আহতদের সবাই বহেরার চালা গ্রামের তাকওয়া ফেব্রিকস নামে ১টি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। আহতদের মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক নান্নু মন্ডল জানান, সকাল ৯টার দিকে তাকওয়া ফেব্রিকসের শ্রমিকবাহী ১টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ১টি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গেলে বাসের যাত্রীরা আহত হন। আল হেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেন মিথুন জানান, আহতদের মধ্যে ৫/৬ জনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর গাড়িচালক বাচ্চু পালিয়ে গেছে। তবে হেলপার রানার পা ভেঙ্গে যাওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন বলেও ওই চিকিৎসক জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here