গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মো: ইসরাইল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার ইউনুস খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ইসরাইল নিজের প্রাইভেটকার নিয়ে কাপাসিয়া উপজেলার আড়াল দক্ষিণগাঁও গ্রামে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তার গাড়ি পথিমধ্যে শ্রীপুর উপজেলার রাজাবাড়ির মালিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই ইসরাইল মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর