গাজীপুর সদরের ঢাকা ময়মেনসিংহ মহা সড়কের তেলিপাড়া এলাকায় দুপুর দেড়টার দিকে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই আ: ছালাম (৩৫) নামে এক মুরগি ব্যসায়ী নিহত হয়।
এলাকবাসী জানান, নিহত ছালাম ওই এলাকায় ভাড়া থেকে ব্যবসা করতো। পরে নিহতের আত্মীয-স্বজন লাশ নিয়ে যায়। নিহতের বাড়ি নেত্রকোনা জেলায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর