ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বড়বাড়ী এলাকায় সোমবার রাত নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। ওই ঘটনার জের ধরে এলাকাবাসী ও কয়েকটি পোষাক কারখানার শ্রমিকেরা দুটি বাসে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ করে যানবহন ভাংচুর করে। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪০)। সে টঙ্গাইলের মির্জাপুর উপজেলার শাপুর্তা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর সদর উপজেলার গাছা এলাকার নিপুণ সোয়েটার নামের একটি কারখানার মালিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বড়বাড়ী মসজিদের সামনে জাকির হোসেন গতকাল সোমবার রাত নয়টার দিকে সড়ক অতিক্রম করছিলেন। এ সময় ঢাকাগামী ছালছাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার জের ধরে আশপাশের এলাকাবাসী ও কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন এবং অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন।খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, মাহাসড়ক ও জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার শ্রমিকদের বুঝিয়ে মাহসড়ক থেকে সরিয়ে নিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাহসাড়ক অবরোধের কারণে রাত ১১টা পর্যন্ত ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকে পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সড়কে আটকা পড়ে শত শত যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়। রাত পৌনে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকির হোসেনের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here