গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বিসিক এলাকায় বৃহসপতিবার দিবাগত রাতে এক কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে তাঁর সহকর্মীরা। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যায়। নিহত শ্রমিক হলেন ময়মনসিংহের গৌরীপুর থানার মুকুরিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো: আবুল হোসেন (২৮)। তিনি ওই এলাকার ফরচুন নিট ফেব্রিক্স কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কোনাবাড়ী বিসিক শিল্প নগরের ফরচুন নিট ফেব্রিক্স লিমিটেড নামের একটি সুতা তৈরির কারখানায় রাতে হৃদয়, রাজু ও আবুল নামের তিনি শ্রমিক কাজ করছিল। বৃহসপতিবার দিবাগত রাতের কোনো এক সময় পূর্বশত্রুতার জের ধরে হৃদয় ও রাজু মিলে তাঁদের সহকর্মী আবুলকে একটি লোহার হাতল দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। গতকাল শুক্রবার পুলিশ খবর পেয়ে নিহত আবুলের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সুজায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবুলের মাথা, কপাল ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপর আবুলের সহকর্মী দুইজন পলাতক রয়েছেন। কারখানার মালিক জাহাঙ্গীর আলম জানান, ওই দিন রাতে কারখানায় ওই তিন শ্রমিক ছাড়া অন্য কেউ কাজে ছিলেন না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here