কাজী মোসাদ্দেক হোসেন, গাজীপুর
সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক বিরোধী এক বিরাট সমাবেশ শুক্রবার বিকেলে গাজীপুর পৌর সভার মারিয়ালি কলাবাগান এলাকায় অনুষ্ঠিত হয়।
গাজীপুর পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সদরের ভাইস-চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, জাফর উল্যাহ সরকার, গোলাম মোস্তফা, খাইরুল হুদা ফরহাদ, সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
সভায় বক্তারা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। পরে এক লাঠি মিছিল বের করা হয়।