গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শাপলা আক্তার নামে এক সন্তানের জননীকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের গুতার বাজার এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। নিহত শাপলা আক্তারের মা ফাতেমা আক্তার জানান, ৬ বছর আগে পাবনার ধইলাপুর এলাকার আকমল মোল্লার ছেলে রিয়াজ মোল্লার সঙ্গে শাপলার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সব সময় রিয়াজ শাপলাকে মারপিট করতো। শুক্রবার রাতে শাপলাকে যৌতুকের জন্য এলোপাথাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘাতক স্বামী রিয়াজ মোল্লাকে মাওনার কারওয়ান বাজার এলাকা থেকে আটক করেছে। শ্রীপুর থানার ডিউটি অফিসার গোলাম মাসুদ জানান, লাশ উদ্ধার করে শনিবার দুপুর ১২টার দিকে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এসআই জিয়াউল ইসলাম জানান, নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/শার্শা