কাজী মোনাদ্দেক হোসেন, গাজীপুর

গাজীপুর মালিককে খুন ও চালকের শ্বাসনালী কেটে একটি সিএনজি চালিত আটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহত খোকনের (৩৫) বাড়ি নরসিংদীর মনোহরদী থানার দক্ষিণ বারদিয়া গ্রামে। আহত চালক জসিম উদ্দিন (২০) গাজীপুর হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, কামরুল নামের এক ছিনতাইকারী গাজীপুরের শ্রীপুরে তার এক অসুস’ বোনকে দেখতে যাওয়ার কথা বলে বৃহসপতিবার সকালে নরসিংদী থেকে এক হাজার টাকায় অটোরিকশাটি ভাড়া নেয়। গাড়ির মালিক খোকনও চালক জসিমের নিরাপত্তার কারনে সঙ্গে আসেন। দুপুরে কামরুল গাজীপুর সদরের বাঘের বাজার এলাকার এক বাসায় দুপুরের খাবার খায়। সন্ধ্যার পর অটোরিকসাযোগে ওই বাড়ি থেকে কামরুল বোনের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজিটি বাঘের বাজারের ২ কিলোমিটার পূর্বে সিংরাতলী এলাকায় গজারি বনে পৌঁছালে সিএনজিটিকে থামিয়ে চার ছিনতাইকারী প্রথমে খোকনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে খুন করে। এ সময় চালক জসিমকেও গলায় আঘাত করে হত্যার চেষ্টা করে তারা। কিন’ জসিম গুরুতর আহত অবস’ায় পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা সিএনজি নিয়ে দ্রুত পালিয়ে যায়। রাতেই হতাহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here