গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের নিজ বাড়ি থেকে সকাল ১১টার দিকে পরিয়ন নেছা (৬০) নামে এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামীর নাম ইছাম উদ্দিন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে পরিয়ন নেছার চিৎকার শুনে স্বজনরা ঘর থেকে বের হয়ে তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার (ও সি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, ঘটনাস্থলে হত্যার কোন আলামত পাওয়া যায় নাই। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর