গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের সদস্যরা প্রায় ১২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক উৎসুক মানুষের উপস্থিতিতে বুলডোজার দিয়ে এসব মাদক ধ্বংস করা হয়। এর মধ্যে ৬৯৮ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৬৩৪ বোতল অপিয়াম এনার্জি ড্রিংকস (অ্যালকোহলযুক্ত পানীয়), ৪ কেজি গাঁজা, ২১ পিস ইয়াবা ও ৪৯ লিটার চোলাইমদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর সার্কেলের সুপার বিপ্লব কুমার মুদক ও গাজীপুর রেঞ্জের ইন্সপেক্টর জিল্লুর রহমান ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, গত ১ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলার আলামত হিসেবে উদ্ধারকৃত মাদকদ্রব্য সরকারি কোষাগারে রক্ষিত ছিল। আদালতের চাহিদা অনুযায়ী আলামত প্রদর্শনের পর আদালতের নির্দেশে দু’জন বিচারকের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় গাজীপুর জেলা জ্যৈষ্ঠ মুখ্য বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হাফিজুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর সার্কেল ও রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here