গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরার কাঁঠালতলা এলাকায় রোববার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে চায়না আক্তার (২৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। তিনি পঞ্চগড় এলাকার বোদা সদর উপজেলার সোহেল মিয়ার স্ত্রী। তিনি কাঁঠালতলা এলাকার আব্দুল ওহাবের বাড়িতে ভাড়া থেকে বাড়ইপাড়ার হেসং বিডি লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন।
কালিয়াকৈর ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান, রোববার দুপুর ১টার দিকে চায়না আক্তার ছাদে কাপড় শুকাতে দেওয়ার সময় ছাদের উপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন তার মৃতদেহ উদ্ধার করেন।
তিনি আরও জানান, নিহতের মৃতদেহ তার আত্মীয়-স্বজনরা তার গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর