গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গর্মেন্টস কর্মী নিহত হওয়ার প্রতিবাদে করা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে গার্মেন্ট শ্রমিকরা। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের মধ্যস্থতায় বৃহসপতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিড়্গুব্ধ শ্রমিকরা এ অবরোধ তুলে নেয় ।

পুলিশ ও এলাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার বড়বাড়ী এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সাতাইশ পরিবহনের ১টি বাসের চাপায় শিউলি আক্তার (২৫) নামে এক গার্মেন্ট কর্মী নিহত হন। এর প্রতিবাদে আশপাশের গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করে গাড়ি ভাংচুর ও বিক্ষোভ করে। খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে প্রায় শতাধিক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিপুল পরিমাণ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় মিজানুর রহমান দুর্ঘটনার নায় বাসচালককে শাসিত্ম ও ন্যায় বিচারের আশ্বাস দিলে প্রায় ২ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। নিহত শিউলি আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা থানার চন্ডিমন্ডল গ্রামের সামসুল হকের মেয়ে। তিনি বড়বাড়ী এলাকার বেস্ট শার্ট লিমিটেডে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here