গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার একটি পোষাক কারখানা থেকে রোববার দুপুরে আগুন আতংকে হুড়ো-হুড়ি করে বের হতে গিয়ে অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন। জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন জানান, কাশিমপুরের নয়াপাড়ায় অবসি’ত মন্ডল গ্রুপের আলীম নিট বিডি লিঃ নামের পোষাক কারখানার ৮ম তলায় বৈদ্যুতিক সকেটে আগুন দেখে শ্রমিকদের মধ্যে একজন কারখানার জরুরী সাইরেন বাজিয়ে দেয়। এতে করে শ্রমিকরা আতংকে হুড়ে-াহুড়ি করে নামতে গেলে অন্তত ৩০ শ্রমিক আহত হয়। আহতরা কাশিমপুর ও কোনাবাড়িসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। কারখানার প্রশাসনিক ব্যবস’াপক আঃ মমিন জানান, আতংক থেকে কিছু শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসার সময় কয়েকজন আহত হয়।

কাজী মোসদ্দেক হেসেন, গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here