কাজী মোসাদ্দেক হোসেন, গাজীপুর সংবাদদাতা

গাজীপুর জেলা সদরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৩৮ হাজার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, কাপাসিয়া উপজেলার গিয়াসপুর চৌরাস্তা বাজারের  ব্যবসায়ী মোঃ চাঁন মিয়া গাড়ির কিস্তির টাকা পরিশোধের জন্য বৃহস্পতিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ গাজীপুর চৌরাস্তা শাখা থেকে ৮৮ হাজার ৮০ টাকা উত্তোলন করেন। পরে তিনি সাথে থাকা আরো ৪৯ হাজার ৯২০ টাকাসহ কাপাসিয়া যাওয়ার জন্য দুপুর সাড়ে ১২ টার দিকে চান্দনা চৌরাস্তা বাস স্ট্যান্ডে গিয়ে দাড়ান। এ সময় কয়েক ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে জাল টাকা রাখার ভয় দেখিয়ে চাঁন মিয়াকে একটি টয়োটা নোয়া ব্রান্ডের সাদা গাড়িতে জোরপূর্বক ওঠায়। গাড়িতে আগ থেকেই বসে থাকা অন্যান্য দুর্বৃত্তরা কালো কাপড় দিয়ে তার চোখ বেঁধে মারপিট করে নগদ ১ লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ফ্লাইওভারের কাছে তাকে ফেলে রেখে দ্রুত চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here