জেলার কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালায় পোশাক কারখানায় ডাকাতি হওয়া মালামাল বৃহসপতিবার গভীর রাতে সদর উপজেলার কোনাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।সেইসঙ্গে ডাকাতির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের বরকত আলীর ছেলে হোসেন আলী (৩০), বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে মাসুদ (২৫), একই এলাকার খালেক বেপারীর ছেলে দুলাল মিয়া (৩৫) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার বড় বাহাদুরপুর গ্রামের তাহের মোল্লার ছেলে মনির হোসেন(২৫)। জানা যায়, বুধবার রাতে ট্রাষ্ট ফেব্রিক্স অ্যান্ড নিটিং নামের ওই কারখানা থেকে একদল ডাকাত সুতা, ফেব্রিক্স, মোবাইল সেট ও নগদ টাকাসহ প্রায় ২৬ লাখ ৬৫ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে নিয়ে। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপক লুৎফর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ বৃহসপতিবার রাতে অভিযান চালিয়ে কোনাবাড়ী এলাকার জামে মসজিদের পেছনের শাহিনের গোডাউন থেকে ৩ হাজার ৫০০ কেজি ফেব্রিক্স, ২ হাজার ৪০০ কেজি সুতা উদ্ধার করে। এ সময় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে এবং এঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here