রাজশাহী-জয়দেবপুর রেলপথের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছে।
নিহত সালাম প্রধান (২৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের আব্দুল মজিদ প্রধানের ছেলে। তিনি ওই এলাকার এপেক্স গার্মেন্টস কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার পদে কাজ করতেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সামছুল আলম সরকার জানান, কালামপুর এলাকায় সকাল ৮টার দিকে সালাম রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় জয়দেবপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর