গাজীপুরের টঙ্গী-কালিগঞ্জ সড়কের মীরের বাজারে বুধবার দুপুর ১টার দিকে বালুভর্তি একটি ট্রাকের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র সালমান (১৩) গাজীপুর সদর উপজেলার নঈপাড়া গ্রামের আব্দুল্লার শেখের ছেলে।

সে মীরের বাজার মুক্তধারা বিদ্যানিকেতনে ৪র্থ শ্রেণিতে পড়তো।

পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচাজর্, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান,  ট্রাকটি আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে যায়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হসত্মড়্গেপে যানচলাচল স্বাভাবিক হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here