গাজীপুর জেলার সীমানতবর্তী এলকা কাশিমপুরের জিরানীর নবীনগর-কালিয়াকৈর সড়কে ট্রাকচাপায়

সিএনজি অটোরিকশাচালক ৩ যাত্রীসহ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-মানিকগঞ্জের হরিরামপুর সুতালবাড়ি এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৫), কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার জসিম উদ্দিন (৪০) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার মোজাহার হোসেন (৩২)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। এলাকাবসীসূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার এএসআই মো. রিয়াজ জানান, নবীনগর থেকে কালিয়াকৈরগামী সিএনজি অটোরিক্সা (গাজীপুর- ঠ- ১১-৩৩৩১) ও একই দিকে চলা ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৬১৬৪) জিরানী জ্যোতি ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছলে স্কুটারকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটির বাঁ পাশের চাকা বালিমাটিতে দেবে যায় এবং ট্রাকটি পাশের স্কুটারের উপর কাত হয়ে পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক ও তিন যাত্রী মারা যান। তাদের লাশ পুলিশ ময়না তদন্তে জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here