গাজীপুর সদরের হায়দরাবাদ এলাকায় টুকাই সুজন (৩২) নামের এক যুবক খুন হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর সোয়া একটার দিকে প্রকাশ্য দিবালোকে হায়দারাবাদ আক্কাস মার্কেটের দক্ষিণ পাশে তিন যুবক তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে বীর দর্পে একটি মটর সাইকেলে করে চলে যায়। সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপ-পরিদর্শক আব্দুল করিম জানান, সুজন গাজীপুর পৌর এলাকার ছোট দেওড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
সে শহরের সাহাপাড়ায় বসবাস করতেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন