গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বরতৈল থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর শুক্রবার ব্যবসায়ী সোহেল রানাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো ওই এলাকার সোহেল মাঝি, চানখোলা এলাকার কাইয়ুম কাজী এবং ঢাকার উত্তরখানের উজামপুর এলাকার মো. সোহেল।

পরিবার ও পুলিশ সূত্র  জানায়, টঙ্গীর আরিচপুর এলাকার পরিত্যক্ত (ঝুট) মালের ব্যবসায়ী সোহেলকে অপহরণকারীরা গত বৃহসপতিবার ঝুট কেনার কথা বলে মুঠোফোনে ডেকে কালীগঞ্জে নিয়ে যান। সোহেল রাত নয়টার দিকে বরতৈলে পৌঁছালে চার-পাঁচজন যুবক তাঁকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে। পরে তারা সোহেলের বাবা নজরুল ইসলামের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নজরুল বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানান। পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং কৌশলে অপহরণকারীদের প্রসত্মাবে রাজী হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর পলাশ থানার ইসলামপুর এলাকার দেলোয়ার হোসেনের বাড়ি থেকে সোহেলকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোহেলের মাথায় ও চোখে মারাত্মক জখম রয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here