গাজীপুরের গোয়েন্দা পুলিশ রোববার রাতে পৃথক অভিযানে জাল টাকা, বিয়ার, ইয়াবা ও প্রাইভেটকারসহ ৪জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- খাইরুল ইসলাম (৪০), মোঃ জবদুল ইসলাম ওরফে জনি (২৮), ইদ্রিস আলী (৪৫) ও আবু বকর সিদ্দিক ওরফে সুজন (৩৩)।
গাজীপুর গোয়েন্দা পরিদর্শক এম এ খায়ের জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি গবেষণা মাঠের সামনে থেকে ১৪৪ ক্যান বিয়ার ও একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-১২-০৮-৫৯) পুলিশ খাইরুল ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ ওই রাতেই পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার উত্তর সালনা থেকে ৩ হাজার টাকার জাল নোটসহ জনি, শরীফপুর (ভারালিপাড়া) গ্রাম থেকে ৩০পিস ইয়াবাসহ ইদ্রিস আলীকে এবং পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে ১০বোতল ফেনসিডিলসহ সুজনকে গ্রেফতার করেছে। এসব ঘটনায় জয়দেবপুর থানায় ৪টি পৃথক মামলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর