গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীশুলাই গ্রামে রোববার দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের গাজীপুর সদর হাসপাতাল ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শাহআলম , শহিদ  ও বাদল নামে ৩ জনকে আটক করেছে পুলিশ। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ওই এলাকার আমজাদ হোসেন মোল্লার সঙ্গে একই এলাকার তানভীরে মধ্যে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত্‌ বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে তানভীরের লোকজন ওই জমি দখল করতে গেলে আমজাদ মোল্লাহ তাদের বাঁধা দেয়।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে আমজাদ হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here