ঢাকার কারওয়ান বাজার থেকে ছিনতাই হওয়া একটি ট্রাক গাজীপুর জেলার কাপাসিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ আন্তঃজেলা ট্রাক ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ননিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাসেল (২২), উত্তর হাসানকুর্তি গ্রামের মজিবুল হকের ছেলে মহসীন (১৮), নরসিংদী জেলার রামপুরা থানার হরিপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সাব্বির (২৭), আবুল হাসেমের ছেলে বাব ু(২২), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চরহট আলী গ্রামের ইদ্রিস আলীর ছেলে আজহারুল ইসলাম (২২), ও শেরপুর জেলার বালিয়া কান্দা গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে শাহিন (২৫)।
পুলিশসূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সাব্বির ও মহসিন তরকারী ব্যবসায়ী পরিচয়ে ঢাকার কারওয়ান বাজার থেকে একটি ট্রাক (ঢাকামেট্রো-ঠ-১১-২১৭২) কিশোরগঞ্জের পুলারহাট থেকে টমেচো আনার জন্য ভাড়া করে। এরপর ছিনতাইকারীরা ট্রাকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে কাপাসিয়া থানার ত্রিমোহনী বাজার এলাকায় নিয়ে যায়। তারা চালক শাহজাহানের গলায় মাফলার পেঁচিয়ে ও হাত-পা বেঁধে রাসত্মার পাশে ফেলে-দেয়।
শাহজাহানের ডাকচিৎকারে বাজারের পাহরাদার ও অন্যান্য দোকানিরা ছুটে এসে ট্রাকসহ ছিনতাইকারীদের ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার ও ৬ আন্তঃজেলা ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ট্রাকচালক শাহজাহান বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হেসেন/গাজীপুর