ডেস্ক রিপোর্ট::  গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে শামসুন নাহার নামে এক গৃহবধূ মারা গেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার চাচা মো. নইমুদ্দিন ফকির। একই ঘটনায় হাসপাতালে দগ্ধ মো. সানোয়ার হোসেন চিকিৎসাধীন আছেন।

শনিবার সকালে পৌর এলাকায় ভাংনাহাটি গ্রামের বাসিন্দা শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী শামসুন নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬) দগ্ধ হন। পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতের চাচা হাজী মো. নইমুদ্দিন ফকির বলেন, দগ্ধ হওয়ার পরপরই মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক মা শামসুন নাহারকে মৃত বলে ঘোষণা করেন। ছেলে সানোয়ার হোসেন একই হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রতিবেশী আব্দুল গফুর জানান, দোতলা ওই বাড়িতে হঠাৎ বিকট শব্দ হয়। তিনিসহ প্রতিবেশীরা সেখানে ছুটে গিয়ে শামসুন নাহার ও তার ছেলে মো. সানোয়ার হোসেনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। এর মধ্যে শামসুন নাহারের অবস্থা ছিল গুরুতর। তার মুখসহ শরীরের অনেক অংশই পুড়ে গেছে। সেখান থেকে স্বজনরা তাদেরকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মা ও ছেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here