কাজী মোসাদ্দেক হোসেন, গাজীপুর
গাজীপুরের কাপাসিয়া স্ট্রাকচারে চলতি মাসেই নতুন অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোমপানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস’াপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেন, “কাপাসিয়া স্ট্রাকচারে ইতোমধ্যে রিগ স’াপনের কাজ শেষ। আগামী সপ্তাহে খনন শুরু হবে।” তিনি জানান, গাজীপুরের কাপাসিয়ায় প্রায় ২০০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ
(টুডাইমেন্সন সাইসমিক সার্ভে) চালিয়ে গ্যাস মজুদ থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়।
জরিপের ফল বিশ্লেষণে দেখা যায় সেখানে ৫৫০ থেকে ৬৬০ বিসিএফ (বিলিয়ন ঘন ফুট) গ্যাসের মজুদ থাকতে পারে। তবে এর মধ্যে ২৫০ থেকে ৩০০ বিসিএফ গ্যাস উত্তোলন সম্ভব হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সমপদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) সহযোগী প্রতিষ্ঠান বাপেক্স এ পর্যন- তিনটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে। ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম, ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায় দ্বিতীয় এবং গত বছরের ২৮ অগাস্টে নোয়াখালীর সুন্দলপুরে তৃতীয় ক্ষেত্রে গ্যাস পায় প্রতিষ্ঠানটি।