গাজীপুরের শফিপুর আনসার একাডেমি এলাকার গজারী বন থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোজিনা খাতুন (২০) নামে ওই গার্মেন্ট শ্রমিক কালিয়াকৈরের বোর্ডমিল এলাকার ফর্টিস পোশাক কারখানার ফিনিসিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সিরাজগঞ্জের তারাশ থানার মালসিন গ্রামের কাউজ প্রামাণিকের মেয়ে। স্থানীয় বোর্ডমিল এলাকার শুকুর আলীর বাড়িতে রোজিনা ভাড়া থাকতেন।
কালিয়াকৈর থানার ওসি জানান, রোজিনাকে শ্বাসরোধ করে হত্যার পর আনসার কমান্ডেন্টের বাংলোর পশ্চিম পাশের গজারি বনে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর