নয় মাস কারা ভোগের পর সোমবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে ১৭ বিডিআর (বিজিবি) সদস্যকে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে কাশিমপুর কারাগার ইউনিট-১ থেকে আটজন ও ইউনিট-২ থেকে নয়জন সদস্য মুক্তি পেয়েছেন।

ইউনিট-১ থেকে মুক্তিপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের হাফিজুর রহমান, পাবনার লুৎফর রহমান প্রামাণিক, ব্রাহ্মণবাড়িয়ার আকরাম হোসেন, টাঙ্গাইলের রেজাউল করিম, ফরিদপুরের বোরহান উদ্দিন, চট্টগ্রামের আলতাফ হোসেন,শেরপুরের মোঃ কমরউদ্দিন ও দিনাজপুরের মোস্তফা কামাল । ইউনিট-২ থেকে মুক্তিপ্রাপ্তরা হলেন, গাজীপুরের জাহাঙ্গীর আলম, ঢাকার জসিমউদ্দিন, জামালপুরের মোঃ আসলাম, সিলেটের শরীফ উদ্দিন, মাদারীপুরের দাদুন মিয়া, ঝিনাইদহের আনোয়ার হোসেন, নোয়াখালীর নুরুন নবী, সিরাগঞ্জের শহিদুল ইসলাম ও কুমিল্লার সিরাজুল ইসলাম। মুক্তিপ্রাপ্তরা সবাই ২৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্য। গত বছরের ২৭ জুন পিলখানায় স্থাপিত বিশেষ আদালতের বিচারক কর্নেল হাবিবুল করিম তাদের নয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

ইউনাইটেড নিউজ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here