ডেস্ক রিপোর্ট::  গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার (২৪ নভেম্বর) সকালে শ্রমিকরা বিক্ষোভ করে।

এসময়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা।

শিল্পপুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগর এর গাছা থানার ছয় দানা এলাকায় অমিতি সোয়েটারস লিমিটেড নামের একটি সোয়েটার কারখানা রয়েছে। শ্রমিকরা শনিবারও কাজ করেছে। রোববার সকাল ৮টায় শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। ওই নোটিশের লেখা রয়েছে, ‘এতদ্বারা অমিতি সুয়েটার্স লিমিটেডে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকায় আগামী ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টধারা মোতাবেক লে-অফ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী লে-অফ কালীন ক্ষতিপূরণ প্রদান করা হইবে।

লে-অফ থাকাকালীন শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদেশক্রমে, বিভাগীয় প্রধান মানব সম্পদ ও প্রশাসন অমিতি সুয়েটার্স লিমিটেড।’

সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে এসে ওই বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা সকাল ৮টা থেকে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, স্থানীয় থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। করে তারা শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টা থেকে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে কারখানা শ্রমিকরা কারখানার প্রধান ফটকের কারখানা লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here