গাজীপুর সদর উপজেলার কাশিমপুর থেকে গুলিভর্তি একটি রিভলবারসহ সাভারের শীর্ষ সন্ত্রাসী  তজিবুর সরকারকে (৪৩) আটক করা হয়েছে। রোববার বিকেলে সে কাশিমপুরে এসে গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে। প

রে আশেপাশের লোকজন জড়ো হয়ে চার রাউন্ড গুলিভর্তি রিভলবার ও একটি মোটর সাইকেলসহ তাকে আটক করে। পরে তজিবুর সরকারকে র‌্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত এবং অমানুষিক নির্যাতনের কারণে তজিবুরের স্ত্রী রহিমা বেগম সন্তানদের নিয়ে সাভারের তাজপুর থেকে কিছু দিন আগে কাশিমপুরের সুরাবাড়ি গ্রামের বাবার বাড়িতে চলে আসে। এক সপ্তাহ আগে তজিবুর স্ত্রীকে উঠিয়ে নিতে দু’দফা হামলা চালায়। ভয়ে তজিবুরের স্ত্রী কাশিমপুর পশ্চিমপাড়া গ্রামে বড়বোন সখিনা বেগমের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। রোববার দুপুরে তজিবুর একজন সহযোগিকে নিয়ে মোটর সাইকেলে করে স্ত্রীর বড়বোনের বাড়িতে যায়। তাকে দেখে রহিমা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তজিবুর তার সঙ্গে থাকা রিভলবার দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করে। গুলির শব্দে সখিনা বেগম বেরিয়ে আসলে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুই রাউন্ড গুলি তার ডান হাতে লাগে। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে অস্ত্র ও মোটর সাইকেলসহ আটক করে। অপর সহযোগি পালিয়ে যায়।

খবর পেয়ে র‌্যাব-১ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুলি ও অস্ত্রসহ তাকে আটক করে। তজিবুরের ছেলে জনি সরকার (১৬) জানায়, তার নামে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র, গুলিবর্ষণ ইত্যাদি অভিযোগে সাভারসহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মোসাদ্দেক হোসেন/গাজীপুর

৬/২/১২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here