গাজীপুর সদরের ভবানীপুর এলাকা থেকে শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় (২৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানার হোতাপড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি কালভার্টের পাশে ওই নারীর লাশ পড়ে ছিল। রাত ১০টার দিকে কয়েকজন পথচারী লাশ দেখে সড়ক দুর্ঘটনায় আহত মনে করে বাঘের বাজারের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে ডাক্তার ওই নারীকে মৃত ঘোষণা করে এবং পুলিশকে খবর দেয়। এস.আই সৈয়দ আজাহারুল ইসলাম আরও জানান, রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় কালচে দাগ দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে
হত্যা করা হয়েছে। তাছাড়া তার ডান গাল ও হাটুতে লাল দাগ ছিল। তার পরনে গোলাপি রঙের সালোয়ার ও বেগুনি কামিজ ছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর