গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের সাহাবাজপুর এলাকার রাস্তার পাশ থেকে সোমবার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ অজ্ঞাত পরিচয় (২৩) কিশোরীর লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, পথচারীরা রাস্তার পাশে ওই কিশোরীরর লাশ পড়ে থাকতে দেখে সকালে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সোমবার দুপুর ১২টার দিকে রাস্তার পাশে একটি খাদ থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) তোফায়েল আহম্মেদ জানান, দুর্বৃত্তরা রোববার রাতের কোন এক সময়ে ওই কিশোরীকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে সাদা কামিজ ছিল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর