ডেস্ক রিপোর্ট::  ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত নিয়ে নীরব থাকায় প্রবল সমালোচিত হচ্ছিলেন মোহাম্মদ সালাহ। এই বিষয়ে অবশেষে মুখ খুললেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড। গাজায় নিরীহ মানুষ হত্যা বন্ধে বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এরকম সময়ে কথা বলা সহজ নয়, অনেক বেশি সহিংসতা এবং খুব বেশি হৃদয়বিদারক বর্বরতা চলছে… প্রতিটি জীবনই মূল্যবান এবং সবার জীবন অবশ্যই রক্ষা করা উচিত। হত্যাকাণ্ড বন্ধ করা দরকার; পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে ফেলা হচ্ছে। পরিষ্কার বিষয় হলো, গাজায় মানবিক সাহায্যের অনুমতি অবিলম্বে দিতে হবে। সেখানকার মানুষ ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে।’

যুদ্ধ-বিদ্ধস্ত গাজার মানুষদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানালেন সালাহ। আকুতি জানালেন বিশ্বনেতাদের কাছে। তিনি বলেন, ‘গত রাতে হাসপাতালের দৃশ্যগুলো ভয়ঙ্কর ছিল। গাজার জনগণের জরুরিভাবে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রয়োজন। নিরীহ মানুষের হত্যা বন্ধে আমি বিশ্ব নেতৃবৃন্দকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। মানবতা অবশ্যই জয়ী হবে।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে তিন দিক থেকে ইসরায়েলের দক্ষিণ অংশে ঢুকে পড়ে। তাদের হামলায় অন্তত ১৩০০ ইসরায়েলি নিহত হয়। দেড় থেকে দুইশ জনকে ধরে নিয়ে গিয়ে জিম্মি করে হামাস যোদ্ধারা।

পাল্টা জবাবে ইসরায়েল গাজায় জোর বিমান হামলা শুরু করে, শুরু হয় সর্বাত্মক অবরোধ। গত ১২ দিনে ইসরায়েলের বোমা হামলায় সাড়ে তিন হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত হয়েছে অন্তত সাড়ে ১২ হাজার মানুষ। গাজার পরিস্থিতি আগেই নাজুক ছিল, এখন হয়ে উঠেছে ভয়াবহ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here