ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস গাজায় আরো ত্রাণ সরবরাহের সুযোগ দিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

শনিবার গাজার দ্বারপ্রান্তে সফরে গিয়ে যুদ্ধবিরতির এ আহ্বান জানিয়ে গুতেরেসে বলেছেন, ইসরাইল-হামাস যুদ্ধে বিশ্ব যথেষ্ট ভয়াবহতা দেখেছে।

গাজায় ত্রাণ সরবরাহের মূল পথ মিসরীয় অংশের রাফা সীমান্তে গুতেরেস বলেছেন, গাজার ফিলিস্তিনী শিশু, নারী ও পুরুষ সকলেই অব্যাহত দুঃস্বপ্ন্রে মধ্যে রয়েছে।

তিনি আরো বলেছেন, আমি বিশ্বের সংখ্যাগরিষ্ঠের কণ্ঠধারণ করে বলছি যারা যথেষ্ট ভয়াবহতা দেখেছে। গাজায় সম্প্রদায় ধ্বংস করে দেয়া হয়েছে, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে, পুরো পরিবার ও  প্রজন্ম নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে।

গুতেরেস গাজায় পুরোপুরি ও অবাধ ত্রাণ সরবরাহের অঙ্গিকার করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, গেটের একদিকে ত্রাণবাহী  ট্রাকের দীর্ঘ সারি, অন্যদিকে ক্ষুধার দীর্ঘ ছায়া যা এক নৈতিক অপমান।
এ প্রেক্ষিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, গুতেরেসের নেতৃত্বে জাতিসংঘ এখন ইসরাইল বিরোধী সংস্থায় পরিণত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া এ প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, এতে ইসরাইলের প্রতি খুবই নমনীয়তা দেখানো হয়েছে।

তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবার যুদ্ধবিরতি সংক্রান্ত আরো একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here